শুষ্ক কৃষি কাকে বলে? এই কৃষির অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো।

শুষ্ক কৃষি কাকে বলে? এই কৃষির অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো।
Photo of author
Bishal Roy

Published On:

শুষ্ক কৃষি: যেসব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, সাধারণত 50 সেমির নীচে এবং জলসেচের সুবিধা নেই, সেসব অঞ্চলে খরা সহ্যকারী শস্যের চাষকে শুষ্ক কৃষি বলে।

শুষ্ক কৃষির অবস্থান

দঃ আফ্রিকা, মধ্য আমেরিকার মেক্সিকো, দঃ-প: ব্রাজিল, প: অস্ট্রেলিয়া, তুরস্ক, লেবানন, সিরিয়া, প: ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশ ইত্যাদি অঞ্চলে শুষ্ক কৃষিব্যবস্থার প্রচলন আছে।

শুষ্ক কৃষির বৈশিষ্ট্য

ভৌগোলিক পরিবেশ: এই ধরনের কৃষি স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলেঅর্থাৎ খরাপ্রবণ অঞ্চলে প্রচলিত। 50 সেমির কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে দেখা যায়।

চাষের পদ্ধতি: শুষ্ক কৃষিতে জলসেচের ব্যবহার নেই। বছরে একবার চাষের পর জমি ফেলে রাখা হয় এবং আড়াআড়িভাবে জমি চাষ করা হয়।

উৎপন্ন ফসল: খরা সহ্য করতে পারে বা জল কম লাগে এমনশস্যের চাষ হয়, যেমন-মিলেটস জাতীয় শস্য জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি।

জোতের আয়তন: শুষ্ক কৃষি হল এক ফসলী কৃষিব্যবস্থা যেখানে জোতগুলি ছোটো হয়, কৃষি উৎপাদনের পরিমাণ কম হয়।

এটিও পড়ুন :  গম উৎপাদনে ভারতে বিভিন্ন রাজ্যের ভূমিকা আলোচনা করো।