10th Pass Government Jobs: মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়? বিস্তারিত জেনে নিন

মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়? | মাধ্যমিক পাশে কি কি চাকরি আছে 2025
Photo of author
Admin

Published On:

10th Pass Government Jobs: প্রায়শই মাধ্যমিকের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের জন্য পথ বেছে নেয়, তবে অনেকেই রয়েছে স্কুল শিক্ষা গ্রহণের পর চাকরির খুঁজে। পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সরকারি চাকরির বেশ কিছু সুযোগ রয়েছে, মাধ্যমিক পাশের পরপরই বেশকিছু সরকারি চাকরি পাওয়া সম্ভব, যেগুলি সম্পর্কে নিন্মে আলোচনা করা হল।

মাধ্যমিক পাশে কি কি চাকরি আছে 2025

পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশ করা প্রার্থীদের জন্য বিভিন্ন সরকারি বিভাগে নিয়োগের প্রচুর ক্ষেত্র রয়েছে। এখানে কেরানী, সহকারী, টেকনিক্যাল সহায়ক, এবং গ্রুপ ডি পর্যায়ের কাজের পাশাপাশি আরও অনেক ধরনের চাকরির সুযোগ খুঁজে পাওয়া যায়। চলুন, জেনে নিই মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায় এবং এগুলোর জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত।

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও কলকাতা পুলিশ কনস্টেবল

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর অধীনে এই বিভাগে নিয়োগ করা হয়। মাধ্যমিক পাশে সরকারি চাকরি গুলির মধ্যে এটি একটি সেরা মানের চাকরি। ঠিক একই যোগ্যতায় আবেদন করা যায় কলকাতা পুলিশ কনস্টেবল এর জন্যও।

বয়সসীমা: নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর
মাসিক বেতন: ২২,৫০০/- টাকা থেকে ৫৮,৫০০/- পর্যন্ত
Official Website: prb.wb.gov.in

এটিও পড়ুন :  নারকোটিকস দপ্তরে ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টর নিয়োগ! বেতন 9 হাজার থেকে শুরু, জানুন বিস্তারিত

ফুড সাব-ইন্সপেক্টর

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এর অধীনে ফুড সাব-ইন্সপেক্টর হিসাবে নিয়োগ করা হয়, বেশ কিছু যোগ্যতায় আবেদন করা যায় শূন্যপদ গুলির জন্য।

বয়সসীমা: নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর
মাসিক বেতন: ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত
Official Website: psc.wb.gov.in

গ্রামীণ ডাক সেবক

ভারতীয় ডাক বিভাগ থেকে নিয়মিত পরীক্ষা ছাড়াই ABM এবং BPM পদে মাধ্যমিক পাশ যোগ্যতায় কেন্দ্রীয় সরকার এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হয়। মাধ্যমিক পাশ করার পর এটি একটি সেরা চাকরি।

বয়সসীমা: নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর।
মাসিক বেতন: ১০,০০০/- টাকা থেকে ২৪,৪৭০/- টাকা পর্যন্ত।
Official Website: indiapost.gov.in

আরও পড়ুন: বিখ্যাত আবিষ্কার ও আবিষ্কারক তালিকা PDF

রেলওয়ে গ্ৰুপ- ডি

প্রতিবছর এই পোস্ট এর জন্য লক্ষ্যাধিক চাকরিপ্রার্থী আবেদন করে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে এই পোস্টএর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বয়সসীমা: নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছর।
মাসিক বেতন: ২২,০০০/- টাকা থেকে ২৫,০০০/- টাকা পর্যন্ত।
Official Website: indianrailways.gov.in

এসএসসি এমটিএস (SSC MTS)

SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এর তরফ থেকে প্রতি বছর হাজার হাজার শূন্যপদ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেগুলোতে নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যায়।

বয়সসীমা: নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর।
মাসিক বেতন: ১৬,৯১৫/- টাকা থেকে ২০,২৪৫/- টাকা পর্যন্ত।
Official Website: ssc.nic.in

কৃষি প্রযুক্তি সহায়ক

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এই শূন্যপদ গুলির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই শূন্যপদ গুলিতে আবেদন করার জন্য সামান্য কিছু যোগ্যতার প্রয়োজন পড়ে, যেগুলি নিচে উল্লেখ করা হল।

এটিও পড়ুন :  Bharat Digital Fellowship: কলেজ পড়ুয়াদের সরকারি ইন্টার্নশিপ করার সুযোগ, মাসিক বেতন ৪০ হাজার

বয়সসীমা: নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর।
মাসিক বেতন: ৫,৪০০/- টাকা থেকে ২৫,২০০/- টাকা পর্যন্ত।
Official Website: psc.wb.gov.in

এসএসসি গ্ৰুপ- ডি (SSC Group D)

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত এই শূন্যপদ গুলিতে নিয়মানুসারে বিগয়পত প্রকাশ হয়। তবে আবেদন করতে বেশ কিছু যোগ্যতার প্রয়োজন পড়ে।

বয়সসীমা: নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর।
মাসিক বেতন: ২০,০৫০/- টাকা।
Official Website: wbscc.wb.gov.in

এসএসসি জিডি কনস্টেবল (SSC GD Constable)

বর্তমান সময়এর একটি ভুল প্রচলিত চাকরি হল এসএসসি জিডি কনস্টেবল, এটির বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া মাত্রই চাকরিপ্রার্থীরা ছুটে আবেদন করার জন্য। এই পদের রিক্রুটমেন্ট বোর্ড হল স্টাফ সিলেকশন কমিশন।

বয়সসীমা: নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৩ বছর।
মাসিক বেতন: ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা পর্যন্ত।
Official Website: ssc.nic.in

ক্লার্কশিপ

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এর তরফ থেকে নিয়মিত ক্লার্কশিপ পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা এই শূন্যপদ গুলির জন্য আবেদন করতে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত বয়সসীমা হতে হয়।

মাসিক বেতন: ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত
Official Website: psc.wb.gov.in

আরও পড়ুন: রাজ্য অনুসারে ভারতের লোকনৃত্য PDF

আবেদন প্রক্রিয়া এবং প্রস্তুতির টিপস

মাধ্যমিক পাশে বিভিন্ন সরকারি চাকরির জন্য আবেদন করতে হলে নিয়মিত সরকারি চাকরির ওয়েবসাইটগুলি চেক করা, বিজ্ঞপ্তিগুলি পড়া, এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া, পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান, গণিত, এবং বাংলা ভাষার উপর ভালো দক্ষতা থাকা প্রয়োজন।

চাকরির বিজ্ঞপ্তি, রেজাল্ট, সিলেবাস, বিগত বছরের প্রশ্নপত্র পেতে আমাদের ওয়েবসাইট www.dharona.in এর মধ্যেও নিয়মিত নজর রাখতে পারেন।

এটিও পড়ুন :  India Post GDS Application Status 2025: আবেদন গৃহীত নাকি বাতিল? এখানে চেক করুন!