পশ্চিমবঙ্গের ভূগোল MCQ PDF | Geography of West Bengal GK in Bengali
🎓ধারণা ডেস্ক
আজ পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন এবং উত্তর নিচে দেওয়া হলো। এই প্রশ্নগুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে, যেমন WBCS, WBPSC, Railway বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায়, অতএব আপনি প্রশ্ন উত্তর গুলি দেখে নিন আথবা প্রয়োজনে সংগ্রহ করে নিন।
পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কিত MCQ
❒ আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে কততম বৃহত্তম রাজ্য?
a) পঞ্চম
b) ষষ্ঠ
c) সপ্তম
d) অষ্টম ✅
❒ ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত?
a) ৮.০২ কোটি
b) ৯.১৩ কোটি ✅
c) ১০.৩০ কোটি
d) ৯.৮৫ কোটি
❒ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি সবথেকে উঁচু?
a) সুরমা উপত্যকা
b) দার্জিলিং হিমালয় ✅
c) সুন্দরবন
d) রাঢ় অঞ্চল
❒ পশ্চিমবঙ্গের জলবায়ু কেমন ধরনের?
a) শুষ্ক ও মরুভূমি
b) গ্রীষ্মমণ্ডলীয় বর্ষাপ্রধান ✅
c) মেরুপ্রধান
d) ভূমধ্যসাগরীয়
❒ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয়?
a) পুরুলিয়া
b) দার্জিলিং ✅
c) মালদা
d) মেদিনীপুর
❒ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে ম্যানগ্রোভ বন পাওয়া যায়?
a) পাহাড়ি অঞ্চল
b) সুন্দরবন ✅
c) দার্জিলিং
d) বাঁকুড়া
❒ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে লাল মাটি পাওয়া যায়?
a) উত্তরবঙ্গ
b) রাঢ় অঞ্চল ✅
c) উপকূল অঞ্চল
d) পাহাড়ি অঞ্চল
❒ পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি?
a) দামোদর
b) গঙ্গা ✅
c) তিস্তা
d) হুগলি
❒ কলকাতা কোন নদীর তীরে অবস্থিত?
a) দামোদর
b) তিস্তা
c) হুগলি ✅
d) ময়ূরাক্ষী
❒ সুন্দরবন জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত?
a) হাতি
b) রয়্যাল বেঙ্গল টাইগার ✅
c) গণ্ডার
d) চিতা
❒ পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি?
a) কাঞ্চনজঙ্ঘা
b) সিংলিলা
c) ফালুট
d) সান্দাকফু ✅
❒ পশ্চিমবঙ্গের পশ্চিম সীমান্তের রাজ্য কোনটি?
a) ওডিশা
b) বিহার
c) উত্তরপ্রদেশ
d) ঝাড়খণ্ড ✅
❒ পশ্চিমবঙ্গের মোট আয়তন কত?
a) ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার ✅
b) ৭৫,০০০ বর্গ কিলোমিটার
c) ১,২৫,০০০ বর্গ কিলোমিটার
d) ৯৫,০০০ বর্গ কিলোমিটার
❒ পশ্চিমবঙ্গের জনঘনত্ব (প্রতি বর্গ কিলোমিটারে) কত?
a) ৭৬০
b) ১০২৯ ✅
c) ৯৮৯
d) ১১৫০
❒ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি প্লাবনভূমি হিসেবে পরিচিত?
a) তেরাই ✅
b) রাঢ় অঞ্চল
c) সুন্দরবন
d) উপকূল অঞ্চল
❒ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে গ্রীষ্মকালে সর্বাধিক তাপমাত্রা রেকর্ড করা হয়?
a) দার্জিলিং
b) কোচবিহার
c) পুরুলিয়া ✅
d) মেদিনীপুর
❒ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে শালবন পাওয়া যায়?
a) সুন্দরবন
b) রাঢ় অঞ্চল ✅
c) পাহাড়ি অঞ্চল
d) উপকূল অঞ্চল
❒ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোন অংশে পলিমাটি পাওয়া যায়?
a) দার্জিলিং
b) জলপাইগুড়ি
c) আলিপুরদুয়ার
d) মালদা ✅
❒ তিস্তা নদী কোন নদীর উপনদী?
a) গঙ্গা
b) ব্রহ্মপুত্র ✅
c) দামোদর
d) মহানন্দা
❒ মুর্শিদাবাদ কোন নদীর তীরে অবস্থিত?
a) গঙ্গা
b) মহানন্দা
c) ভাগীরথী ✅
d) তিস্তা
❒ গরুমারা জাতীয় উদ্যান কোন জেলার অন্তর্গত?
a) জলপাইগুড়ি ✅
b) দার্জিলিং
c) কোচবিহার
d) আলিপুরদুয়ার
❒ সান্দাকফু কোন পর্বতমালার অন্তর্গত?
a) সিংলিলা ✅
b) কাঞ্চনজঙ্ঘা
c) হিমালয়
d) কারাকোরাম
❒ পশ্চিমবঙ্গের কোন জেলা ভুটানের সঙ্গে সীমান্ত ভাগ করে?
a) দার্জিলিং
b) জলপাইগুড়ি
c) কোচবিহার
d) আলিপুরদুয়ার ✅
❒ পশ্চিমবঙ্গের উত্তরে কোন দেশের সীমান্ত রয়েছে?
a) ভুটান এবং নেপাল ✅
b) বাংলাদেশ এবং ভুটান
c) চীন এবং মায়ানমার
d) নেপাল এবং চীন
❒ আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি?
a) মেদিনীপুর
b) দক্ষিণ ২৪ পরগনা ✅
c) বীরভূম
d) বাঁকুড়া
❒ পশ্চিমবঙ্গের সবচেয়ে জনবহুল জেলা কোনটি?
a) উত্তর ২৪ পরগনা ✅
b) কলকাতা
c) হুগলি
d) মুর্শিদাবাদ
❒ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে চুনাপাথর এবং কয়লা পাওয়া যায়?
a) হুগলি
b) দার্জিলিং
c) পুরুলিয়া✅
d) বর্ধমান
❒ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে শীতকালে ঘন কুয়াশা এবং নিম্ন তাপমাত্রা দেখা যায়?
a) উপকূল অঞ্চল
b) রাঢ় অঞ্চল
c) উত্তরবঙ্গ✅
d) সুন্দরবন
❒ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে কালো মাটি বেশি পাওয়া যায়?
a) বাঁকুড়া
b) বর্ধমান✅
c) পুরুলিয়া
d) হাওড়া
❒ দামোদর নদীকে পশ্চিমবঙ্গের কোন নামে ডাকা হয়?
a) নদীমাতা
b) অভিশপ্ত নদী✅
c) জীবনদায়িনী
d) সোনার নদী
❒ কোন শহরটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত?
a) বর্ধমান
b) কৃষ্ণনগর
c) বহরমপুর✅
d) মেদিনীপুর
পশ্চিমবঙ্গের ভূগোল MCQ প্রশ্ন উত্তর
❒ নেহরু বায়োলজিক্যাল পার্ক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
a) হুগলি
b) পুরুলিয়া
c) উত্তর ২৪ পরগনা
d) বাঁকুড়া✅
❒ পশ্চিমবঙ্গের সান্দাকফু পর্বতশৃঙ্গের উচ্চতা কত?
a) ৩,৬৩৬ মিটার✅
b) ৪,০০০ মিটার
c) ৩,২০০ মিটার
d) ৩,৮৮০ মিটার
❒ পশ্চিমবঙ্গের কোন জেলা নেপালের সাথে সীমানা ভাগ করে?
a) মালদা
b) জলপাইগুড়ি
c) দার্জিলিং✅
d) উত্তর দিনাজপুর
❒ পশ্চিমবঙ্গের আয়তনের প্রায় কত শতাংশ বনাঞ্চল দ্বারা আচ্ছাদিত?
a) ১৪%✅
b) ২৩%
c) ৩০%
d) ৩৫%
❒ পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার কত শতাংশ শহরাঞ্চলে বসবাস করে?
a) ৩১.৮%✅
b) ২৮%
c) ৩৭%
d) ৪০%
❒ পশ্চিমবঙ্গের কোন এলাকায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়?
a) বাঁকুড়া
b) দার্জিলিং
c) কোচবিহার
d) পুরুলিয়া✅
❒ পশ্চিমবঙ্গের কোন এলাকায় ঘন শালবন দেখা যায়?
a) দার্জিলিং
b) জলপাইগুড়ি
c) বাঁকুড়া✅
d) সুন্দরবন
❒ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের মৃত্তিকা চাষের জন্য সবচেয়ে উর্বর?
a) গঙ্গা-ব্রহ্মপুত্রের সমভূমি✅
b) রাঢ় অঞ্চল
c) দার্জিলিং হিমালয়
d) সুন্দরবন
❒ কলকাতা ছাড়া আর কোন শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত?
a) হাওড়া✅
b) বর্ধমান
c) বহরমপুর
d) মুর্শিদাবাদ
❒ জালদাপাড়া জাতীয় উদ্যান কোন অঞ্চলে অবস্থিত?
a) উত্তরবঙ্গ✅
b) দক্ষিণবঙ্গ
c) পশ্চিমবঙ্গের উপকূল
d) দার্জিলিং হিমালয়
❒ সান্দাকফু থেকে কোন বিখ্যাত পর্বতশৃঙ্গটি দৃশ্যমান হয়?
a) এভারেস্ট
b) কাঞ্চনজঙ্ঘা✅
c) নাঙ্গা পর্বত
d) নন্দা দেবী
❒ পশ্চিমবঙ্গ আয়তনের দিক থেকে ভারতের মধ্যে কত নম্বর বৃহত্তম রাজ্য?
a) ১৪ তম✅
b) ১৫ তম
c) ১২ তম
d) ১৩ তম
❒ পশ্চিমবঙ্গে বর্ষাকাল সাধারণত কত মাস পর্যন্ত স্থায়ী হয়?
a) মে থেকে জুলাই
b) জুন থেকে সেপ্টেম্বর✅
c) জুলাই থেকে অক্টোবর
d) জুন থেকে আগস্ট
❒ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের মাটি লাল ও ল্যাটেরাইট মাটি হিসেবে পরিচিত?
a) মুর্শিদাবাদ
b) বাঁকুড়া✅
c) দক্ষিণ ২৪ পরগনা
d) বর্ধমান
❒ মালদা কোন নদীর তীরে অবস্থিত?
a) গঙ্গা
b) মহানন্দা✅
c) ভাগীরথী
d) তিস্তা
❒ সুন্দরবন জাতীয় উদ্যান কোন জেলার অন্তর্গত?
a) দক্ষিণ ২৪ পরগনা✅
b) পূর্ব মেদিনীপুর
c) হাওড়া
d) কোচবিহার
❒ সিংলিলা রেঞ্জ কোন জেলায় অবস্থিত?
a) দার্জিলিং✅
b) বাঁকুড়া
c) পুরুলিয়া
d) আলিপুরদুয়ার
❒ পশ্চিমবঙ্গের কোন পাহাড়ি অঞ্চল ‘রূপসী বাংলা’ নামে পরিচিত?
A) কালিম্পং
B) জলপাইগুড়ি
C) দার্জিলিং ✅
D) কোচবিহার
❒ পশ্চিমবঙ্গের কোন সমুদ্রসৈকত পর্যটকদের জন্য বিখ্যাত?
A) মন্দারমণি
B) দীঘা ✅
C) তাজপুর
D) বকখালি
❒ পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলা রয়েছে?
A) ২১টি
B) ২২টি
C) ২৩টি ✅
D) ২৪টি
❒ কোন নদী ভারত ও বাংলাদেশকে ভাগ করেছে?
A) গঙ্গা ✅
B) তিস্তা
C) ব্রহ্মপুত্র
D) মহানন্দা
❒ সুন্দরবন কোন নদীর বদ্বীপে অবস্থিত?
A) ব্রহ্মপুত্র
B) তিস্তা
C) গঙ্গা ✅
D) দামোদর
❒ পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কোনটি?
A) কাঞ্চনজঙ্ঘা ✅
B) সান্দাকফু
C) নাথুলা
D) ফালুট
❒ পশ্চিমবঙ্গের কোন নদীকে ‘জলপ্রপাতের মা’ বলা হয়?
A) তিস্তা
B) ময়ূরাক্ষী ✅
C) দামোদর
D) কংসাবতী
❒ কোন নদী পশ্চিমবঙ্গের বাইরে বাংলাদেশে পদ্মা নামে পরিচিত?
A) গঙ্গা ✅
B) তিস্তা
C) দামোদর
D) মহানন্দা
❒ পশ্চিমবঙ্গের প্রাচীন রাজধানী কোনটি ছিল?
A) কলকাতা
B) বর্ধমান
C) মুর্শিদাবাদ ✅
D) কৃষ্ণনগর
❒ পশ্চিমবঙ্গের জলবায়ু কেমন?
A) শুষ্ক উপ-ক্রান্তীয়
B) আর্দ্র উপ-ক্রান্তীয় ✅
C) গ্রীষ্মমণ্ডলীয় বর্ষা
D) শীতল সমুদ্রীয়
❒ কোন জেলা ‘চা বাগানের শহর’ হিসেবে পরিচিত?
A) জলপাইগুড়ি
B) আলিপুরদুয়ার
C) দার্জিলিং ✅
D) কোচবিহার
❒ পশ্চিমবঙ্গের প্রধান ফসল কোনটি?
A) গম
B) ধান ✅
C) চা
D) আলু
❒ কোন বনাঞ্চলটি বাঘের জন্য বিখ্যাত?
A) সুন্দরবন ✅
B) বক্সা
C) ঝাড়গ্রাম
D) গরুমারা
❒ কোন নদী ‘কোপাই’ নামে পরিচিত?
A) তিস্তা
B) কংসাবতী ✅
C) দামোদর
D) ময়ূরাক্ষী
❒ ‘তিস্তা’ নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়?
A) সিকিম ও পশ্চিমবঙ্গ ✅
B) অসম ও পশ্চিমবঙ্গ
C) বিহার ও পশ্চিমবঙ্গ
D) ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ
❒ কোন পাহাড়ের পাদদেশে কালিম্পং শহর অবস্থিত?
A) পাটকাই
B) শিবালিক
C) হিমালয় ✅
D) বিন্ধ্য
❒ পশ্চিমবঙ্গের কোন জেলা ‘ভৌগোলিক কেন্দ্র’ হিসেবে বিবেচিত হয়?
A) হুগলি
B) বর্ধমান ✅
C) মেদিনীপুর
D) মালদা
❒ ‘সুন্দরবন’ কোন ধরণের বনভূমি?
A) চিরসবুজ বন
B) শুকনো বন
C) ম্যানগ্রোভ বন ✅
D) পাইন বন
পিডিফ ডাউনলোড লিংক নিচে দেওয়া হয়েছে
PDF Details:
PDF Name: Geography of West Bengal GK in Bengali
Language: বাংলা
Size: 0.7 mb
Download Link: Click Here To Download
আরও পড়ুন: মানব দেহ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF