গ্রামীণ ব্যাঙ্কে ১৩,২৭১টি শূন্যপদে চাকরির সুযোগ! জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন ১৩,২৭১টি শূন্যপদে অফিসার ও অফিস সহকারী নিয়োগ করছে। আবেদন ১ সেপ্টেম্বর শুরু, শেষ ২১ সেপ্টেম্বর ২০২৫।
Photo of author
Aminur Haque

Published On:

IBPS RRB Recruitment 2025: ব্যাঙ্কিং খাতে কর্মজীবন গড়ার সুযোগ নিয়ে এসেছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন (IBPS)। কমন রিক্রুটমেন্ট প্রক্রিয়া (CRP RRBs XIV)-এর মাধ্যমে সারা দেশের আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কে অফিসার ও অফিস সহকারী পদে মোট ১৩,২৭১টি শূন্যপদে নিয়োগ হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১লা সেপ্টেম্বর এবং চলবে ২১শে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

পদ ও পদসংখ্যা

মোট ১৩,২৭১টি শূন্যপদে গ্রামীণ ব্যাংকে নিয়োগ করা হবে। শূন্যপদ গুলির মধ্যে উল্লেখযোগ্য শূন্যপদ গুলি হল –

  • অফিস সহকারী (Multipurpose)
  • অফিসার স্কেল-I (Assistant Manager)
  • অফিসার স্কেল-II (Manager)
  • অফিসার স্কেল-III (Senior Manager)

যোগ্যতা ও শর্তাবলি (IBPS RRB Recruitment 2025)

অফিস সহকারীর জন্য স্নাতক ডিগ্রি, স্থানীয় ভাষা ও কম্পিউটার জ্ঞান প্রয়োজন। অফিসার স্কেল-I পদে স্নাতকসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। স্কেল-II পদে ন্যূনতম ৫০% নম্বর ও দু’বছরের অভিজ্ঞতা, আর স্কেল-III পদে পাঁচ বছরের অভিজ্ঞতা আবশ্যক। বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর, সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়মে ছাড় প্রযোজ্য।

Post NameAge Limit
Officer Scale-III (Senior Manager)21–40 Years
Officer Scale-II (Manager)21–32 Years
Officer Scale-I (Assistant Manager)18–30 Years
Office Assistant (Multipurpose)18–28 Years

বেতন কাঠামো (IBPS RRB Recruitment 2025)

আইবিপিএস আরআরবি পদে কেন্দ্রীয় সরকারি বেতন কাঠামো প্রযোজ্য হবে। বেসিক পে-এর পাশাপাশি ডিএ, এইচআরএ ও অন্যান্য ভাতা যুক্ত হয়ে মাসিক বেতন ৩০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকারও বেশি হতে পারে।

এটিও পড়ুন :  নারকোটিকস দপ্তরে ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টর নিয়োগ! বেতন 9 হাজার থেকে শুরু, জানুন বিস্তারিত

আবেদন প্রক্রিয়া ও শেষ তারিখ

প্রার্থীদের আবেদন করতে হবে IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.ibps.in)। অনলাইন ফর্ম পূরণের সময় ছবি, স্বাক্ষর, আঙুলের ছাপ ও ঘোষণাপত্র আপলোড করতে হবে। ফি নির্ধারিত হয়েছে সাধারণ প্রার্থীদের জন্য ₹৮৫০ এবং এসসি/এসটি/পিডব্লিউডি প্রার্থীদের জন্য ₹১৭৫। আবেদনের শেষ তারিখ ২১শে সেপ্টেম্বর ২০২৫

CategoryApplication Fee
Scheduled CastesRs.175/-
Scheduled TribesRs.175/-
Persons with DisabilitiesRs.175/-
Ex-ServicemanRs.175/-
All Other CandidatesRs.850/-

পরীক্ষা/ইন্টারভিউ (IBPS RRB Recruitment 2025)

অফিস সহকারীর জন্য প্রিলিমিনারি ও মেন পরীক্ষা হবে। অফিসার স্কেল-I পদে প্রিলিমিনারি, মেন ও ইন্টারভিউ, আর স্কেল-II ও III পদের জন্য একটি অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হবে। সব পরীক্ষায় নেতিবাচক মার্কিং প্রযোজ্য।

IBPS RRB Exam Date 2025

EventsIBPS RRB ExamExam Dates
Online Preliminary ExamOfficer Scale 122 & 23 November 2025
Office Assistants6, 7, 13 & 14 December 2025
Online Main ExamOfficer Scale I28 December 2025
Office Assistants1 February 2026
Single ExaminationOfficer Scale II & III28 December 2025
Apply Form (Officer)Click Here
Apply Form (Office Assistant)Click Here
Official NotificationClick Here