আয়কর বিভাগে মাল্টি-টাস্কিং স্টাফ, স্টেনোগ্রাফার পদে নিয়োগ! মাসিক বেতন 25000

আয়কর বিভাগে নিয়োগ ২০২৫: মাল্টি-টাস্কিং স্টাফ (MTS), ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার পদের জন্য ৫৬টি শূন্যপদ। যোগ্যতা, বেতন, আবেদন প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তারিখ জানতে পড়ুন বিস্তারিত।
Photo of author

Published On:

ভারতের আয়কর বিভাগ (Income Tax Department) অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা অঞ্চলে ২০২৫ সালের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে মোট ৫৬টি শূন্যপদ পূরণ করা হবে, যা মূলত মেরিটোরিয়াস ক্রীড়াবিদদের জন্য সংরক্ষিত। যারা জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বা বিশেষ ক্রীড়া সাফল্য অর্জন করেছেন, তারা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগের আওতায় মাল্টি-টাস্কিং স্টাফ (MTS), ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট (Tax Assistant) এবং স্টেনোগ্রাফার (Stenographer Grade-II) পদে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া ১৫ই মার্চ ২০২৫ থেকে শুরু হয়ে ৫ই এপ্রিল ২০২৫ পর্যন্ত চলবে।

শূন্যপদ ও বেতন কাঠামো

এই নিয়োগ প্রক্রিয়ায় স্টেনোগ্রাফার (Grade-II), ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) পদে নিয়োগ দেওয়া হবে। স্টেনোগ্রাফার ও ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে লেভেল-৪ অনুযায়ী ₹২৫,৫০০ – ₹৮১,১০০ এবং মাল্টি-টাস্কিং স্টাফ পদে লেভেল-১ অনুযায়ী ₹১৮,০০০ – ₹৫৬,৯০০ বেতন নির্ধারিত হয়েছে।

আরও পড়ুন: নারকোটিকস দপ্তরে ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টর নিয়োগ! বেতন 9 হাজার থেকে শুরু, জানুন বিস্তারিত

যোগ্যতা ও বয়সসীমা

এই নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা পদের ভিত্তিতে নির্ধারিত হয়েছে। স্টেনোগ্রাফার পদের জন্য ১২তম শ্রেণি উত্তীর্ণ হতে হবে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য স্নাতক ডিগ্রি প্রয়োজন এবং মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) পদের জন্য মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। বয়সসীমা স্টেনোগ্রাফার ও ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ১৮ থেকে ২৭ বছর এবং MTS পদের জন্য ১৮ থেকে ২৫ বছর নির্ধারিত হয়েছে। এছাড়া, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য OBC প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর এবং SC/ST প্রার্থীদের ক্ষেত্রে ১০ বছর বয়সের ছাড় প্রযোজ্য হবে।

এটিও পড়ুন :  Bharat Digital Fellowship: কলেজ পড়ুয়াদের সরকারি ইন্টার্নশিপ করার সুযোগ, মাসিক বেতন ৪০ হাজার

নিয়োগ পদ্ধতি

নির্বাচন প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রথমে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও ক্রীড়া অর্জনের ভিত্তিতে শর্টলিস্ট করা হবে। এরপর স্টেনোগ্রাফার এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য স্কিল টেস্ট অনুষ্ঠিত হবে। স্টেনোগ্রাফারদের ডিকটেশন ও ট্রান্সক্রিপশন টেস্ট এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্টদের জন্য ডাটা এন্ট্রি স্কিল টেস্ট (৮,০০০ কী ডিপ্রেশন প্রতি ঘণ্টা) নেওয়া হবে। চূড়ান্ত পর্যায়ে নথিপত্র যাচাই ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদন পদ্ধতি

আবেদনকারীদের আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট www.incometaxhyderabad.gov.in এ গিয়ে অনলাইন ফর্ম পূরণ করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, এরপর ব্যক্তিগত, শিক্ষাগত ও ক্রীড়া সম্পর্কিত তথ্য প্রদান করতে হবে। পরবর্তী ধাপে প্রয়োজনীয় ডকুমেন্ট (ছবি, স্বাক্ষর, শিক্ষাগত ও ক্রীড়াসংক্রান্ত সার্টিফিকেট) আপলোড করতে হবে। আবেদন ফরম জমা দেওয়ার পর প্রিন্ট আউট সংরক্ষণ করা বাঞ্ছনীয়

আবেদন ফি

এই নিয়োগ প্রক্রিয়ার জন্য কোনো আবেদন ফি লাগবে না। সকল যোগ্য প্রার্থী বিনা ফিতে আবেদন করতে পারবেন

আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর: শীঘ্রই বৃদ্ধি পেতে পারে DA এবং DR!

বেতন ও অন্যান্য সুবিধা

নিযুক্ত প্রার্থীদের ৭ম পে কমিশন অনুযায়ী বেতন প্রদান করা হবে। স্টেনোগ্রাফার এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ₹২৫,৫০০ – ₹৮১,১০০ এবং মাল্টি-টাস্কিং স্টাফ পদের জন্য ₹১৮,০০০ – ₹৫৬,৯০০ নির্ধারিত হয়েছে। এছাড়া, মহার্ঘ্য ভাতা (DA), বাড়িভাড়া ভাতা (HRA), চিকিৎসা সুবিধা, প্রভিডেন্ট ফান্ড (PF) ও গ্র্যাচুইটি (Gratuity) সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • আবেদন শুরুর তারিখ: ১৫ই মার্চ ২০২৫
  • আবেদনের শেষ তারিখ: ৫ই এপ্রিল ২০২৫
  • নথি যাচাই ও স্কিল টেস্টের তারিখ: পরে জানানো হবে
এটিও পড়ুন :  নর্দার্ন কোলফিল্ডে অ্যাপ্রেন্টিস নিয়োগ, শূন্যপদ ১৭৬৫টি, করা আবেদন করতে পারবেন? জেনে নিন

আয়কর বিভাগে চাকরি পেতে ইচ্ছুক মেধাবী ক্রীড়াবিদদের জন্য এটি একটি দারুণ সুযোগ। এই নিয়োগের মাধ্যমে ভালো বেতন, বিভিন্ন সুযোগ-সুবিধা ও সরকারি চাকরির নিরাপত্তা পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিশClick Here

আজকের প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে, তাদের পড়ার সুযোগ করে দেবে, এরকম আপডেট পেতে নিয়মিত ফলো করুন আমাদের পোর্টাল।

About the Author

Admin