AI Course: বর্তমানে এমন কোন ইনডাস্ট্রি নেই যেখানে এআই ব্যবহার করা হচ্ছে না, এছাড়াও যোগ্য কর্মীর অভাবে কোম্পানীরা এন্ট্রি লেভেলই একটি উচ্চমানের বেতন অফার করছে। আপনিও যদি এই ফীল্ড এর মধ্যে নিজের কেরিয়ার তৈরি করতে চান তবে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই, আজকের প্রতিবেদনটির মধ্যে ১০ টি AI Course সম্পর্কে আপনাদের জনাব যেগুলি যেকোন ব্যক্তি করে তাদের ভবিষ্যতএর চাকরি জীবনকে আরও প্রভাবশালী করতে পারবে।
Global Artificial Intelligence স্টাডি এর মতে ২০৩০ এর মধ্যে AI এর শেয়ার গ্লোবাল ইকোনমিতে ১৫.৭ ট্রিলিয়ন হয়ে যাবে, Amazon, Google, NVIDIA, এবং Intel বর্তমান সময়ে নতুন এআই ট্যালেন্ট যুক্ত ব্যক্তিদের নিয়োগ করছে এবং ভবিষ্যতে এই নিয়োগ এর পরিমাণ আরও বেড়ে চলবে। চলুন দেখে নেওয়া যাক কোর্স গুলি সম্পর্কে।
Best FREE AI Courses: সেরা ১০ টি কোর্স
আজ আপনাদের সাথে এমন কিছু AI Course সম্পর্কে জানানো হল, যেগুলি আপনি বিভিন্ন অনলাইন লার্নিং প্লাটফর্ম গুলি থেকে সম্পূর্ণ ফ্রিতে শিখে নিতে পারবেন। যেমন – Coursera, Linkedin Learning, Edx প্রভৃতি।
Introduction of AI
আপনি যদি শুধুমাত্র এআই সম্পর্কে ধারণা নিতে চান এবং আপনার চাকরির জন্য এআই শিখতে চান তবে আপনি এই কোর্সটি করতে পারেন। এই কোর্সটির মাধ্যমে আপনি জানতে পারবেন কীভাবে AI কাজ করে, কীভাবে ব্যবহার করবেন, বিভিন্ন Tool সম্পর্কে।
উপলব্ধ: Coursera & Linkedin Learning
AI For Everyone
যারা নন-টেকনিকাল ব্যাকগ্রাউণ্ড থেকে আসে এবং শুধুমাত্র এআই সম্পর্কে জানতে ও শিখতে চান তাদের জন্য এই কোর্সটি সেরা হতে পারে। এই কোর্স এর মধ্যে মেশিন লার্নিং, ডীপ লার্নিং, Generative AI সম্পর্কে জানতে পারবেন।
উপলব্ধ: Linkedin Learning
Learning Generative AI
এখন প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই মাস প্রোডাকশন করার জন্য এআই এর ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে ChatGpt এর মতো এআই মডেল গুলি বেশি ব্যবহার হয়ে থাকে। এছাড়াও আপনি Google Generative AI কোর্সটির মাধ্যমে AI শিখে নিতে পারবেন।
উপলব্ধ: Coursera
Introduction AI With Python
এই কোর্স টি Edx এর মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। এই কোর্সটি হাভার্ড ইউনিভার্সিটি এর তরফ থেকে তৈরি করা হয়েছে। কোর্সটি বিনামূল্যে করা গেলেও এর সার্টিফিকেট নেওয়ার জন্য কিছু ফি দিতে হবে। এই কোর্সটির মধ্যে আপনি Python কম্পিউটার লাংগুয়াজ সাথে এআই শিখতে পারবেন।
উপলব্ধ: Edx
Python
এই লাংগুয়েজটি প্রযুক্তির জগতের বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হয়, বিশেষে করে AI & ML এর মধ্যে। আপনি যদি AI এর সেক্টর এর মধ্যে নিজের ভবিষ্যত গড়তে চান তবে অবশ্যই আপনাকে Python সম্পর্কে ধারণা রাখতে হবে। এই কোর্সটি আপনি ইউটিউব এর মধ্যেই সম্পূর্ণ বিনামূল্যে শিখতে পারবেন।
National Language Processing
এই কোর্স এর মধ্যে শেখানো হবে কিভাবে ChatGpt, Bard AI, Meta AI এর মতো এআই মডেল টেক্সট প্রম্পট বুঝতে পারে এবং তার ভিত্তিতে উত্তর দিতে পারে। আর এই কোর্সটি আপনি স্টনফোর্ড অনলাইন ইউটিউব চ্যানেলটির মধ্যে সম্পূর্ণ ফ্রীতে শিখতে পারবেন।
Machine learning: মেশিন লার্নিং
মেশিন লার্নিং সঠিক ভাবে শিখলে বিদেশে চাকরি পাওয়া যেতে পারে, এই স্কিল এর ভিত্তিতে US/UK এর মধ্যে বেশি পরিমাণে চাকরিতে নিয়োগ করা হয়, এর বার্ষিক বেতন ১৭ থকে ৩২ লাখ পর্যন্ত হয়ে থাকে। কিন্তু মেশিন লার্নিং কি? খুব সহজ ভাবে বলি, আমরা যখন কোন ছোট বাচ্চাকে নতুন কোন বিষয় শেখানোর চেষ্টা করি তখন আমার বিভিন্ন ধরনের ছবি, লেখা দেখিয়ে শেখাই, একইরকম ভাবে মেশিন বা AI এর মধ্যে নিজের মস্তিস্ক থাকে কিন্তু কোনটা কি জিনিস তা চেনার কোনরকম তথ্য তাদের কাছে থাকে না। সাধারনত যে পদ্ধতিতে মেশিনকে শেখানো হয় বিভিন্ন বিষয় সম্পর্কে সেই পদ্ধতিকেই মেশিন লার্নিং বলা যেতে পারে।
উপলব্ধ: Coursera, Linkedin Learning Platform থেকে সম্পূর্ণ বিনামূল্যে শিখে নিতে পারেন।
Machine learning Specialization
মেশিন লার্নিং বাদে AI এবং কম্পিউটার প্রোগ্রামিং একটা ছোট বাচ্চা এর মতো। আপনি যদি মেশিন লার্নিং এর গভীরে জানতে এবং শেখার জন্য আগ্রহী হন তবে ডীপ লার্নিং এআই এর মেশিন লার্নিং স্পেশালাইজেশন কোর্সটি আপনি করতে পারেন।
Deep Learning
আপনি কোনদিন এটা ভেবেছেন কি Alexa, Sri এর মতো অ্যাসিস্টেন্ট কিরকম ভাবে আপনার কথা মাধ্যমেই অনুভূতি গুলি বুঝে তাদের কাজ করে। আসলে এটি সম্ভব হয় Deep লার্নিং এর মাধ্যমে। এটা সম্পূর্ণ ভাবে মেশিন লার্নিং থেকে আলাদা।
উপলব্ধ: কোর্সটি আপনি Coursera এর মধ্যে বিনামূল্যে করতে পারবেন।
TensorFlow Framework
এটি হল মেশিন লার্নিং এবং এআই মডেল বেস একটি কোর্স যা গুগল এর তরফ থেকে তৈরি করা হয়েছে। বর্তমানে বেশিরভাগ কোম্পানী AI & ML মডেল এটার ওপর তৈরি করে, তাই ভবিষ্যত এর জন্য এটি একটি এমন কোর্স হতে পারে যা আপনাকে চাকরি খুঁজে দিতে পারে।
উপলব্ধ: Coursera, Linkedin Learning
আপনি যদি বর্তমান সময়ে এই কোর্স গুলি মধ্য থেকে যেকোন একটি ভালো ভাবে করেন তবে আপনার যেকোন কোম্পানীর মধ্যে চাকরি পেতে অনেক সহজ হতে পারে। এছাড়াও আপনি যদি এই গুলিতে অভিজ্ঞ হয়ে যান তবে বড়ো বড়ো কোম্পানী গুলিতে চাকরি পাওয়ার সুযোগ পেতে পারেন।
এই কোর্সে গুলি করলে আপনি একজন Data Analyst, মেশিন লার্নিং, AI Developer হতে পারবেন। আশা করছি আপনার আজ থেকেই শুরু করবেন AI শেখা।