ভারতের মুখ্য নির্বাচন কমিশনার তালিকা PDF [1950-2025] | List of Chief Election Commissioner of India Bengali PDF [1950-2025]

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার তালিকা PDF [1950-2025] | List of Chief Election Commissioner of India Bengali PDF [1950-2025]
Photo of author
Admin

Published On:

ভারতের নির্বাচন কমিশন গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। 1950 সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner – CEC) এই পদ অলংকৃত করেছেন। আজ আমরা 1950-2025 সালের ভারতের সমস্ত মুখ্য নির্বাচন কমিশনারদের তালিকা বাংলা ভাষায় প্রদান করছি, সম্পূর্ণ তালিকাটির PDF সংস্করণও খুব সহজেই এখান থেকে ডাউনলোড করতে পারবেন।

ভারতের মুখ্য নির্বাচন কমিশনারদের তালিকা (1950-2025)

ক্রমিকনামকার্যকাল
1সুকুমার সেন21 মার্চ 1950 – 19 ডিসেম্বর 1958
2কে. ভি. কে. সুন্দরম20 ডিসেম্বর 1958 – 30 সেপ্টেম্বর 1967
3এস. পি. সেন ভার্মা1 অক্টোবর 1967 – 30 সেপ্টেম্বর 1972
4ড. নগেন্দ্র সিং1 অক্টোবর 1972 – 6 ফেব্রুয়ারি 1973
5টি. স্বামীনাথন7 ফেব্রুয়ারি 1973 – 17 জুন 1977
6এস.এল. সাকধর18 জুন 1977 – 17 জুন 1982
7আর.কে. ত্রিবেদী18 জুন 1982 – 11 ডিসেম্বর 1985
8আর.ভি.এস. পেরিশাস্ত্রী12 ডিসেম্বর 1985 – 6 ডিসেম্বর 1990
9টি. এন. শেশান12 ডিসেম্বর 1990 – 11 ডিসেম্বর 1996
10ড. এম. এস. গিল12 ডিসেম্বর 1996 – 13 জুন 2001
11জে. এম. লিংডো14 জুন 2001 – 7 ফেব্রুয়ারি 2004
12টি. এস. কৃষ্ণমূর্তি8 ফেব্রুয়ারি 2004 – 15 মে 2005
13বি. বি. টন্ডন16 মে 2005 – 29 জুন 2006
14এন. গোপালস্বামী30 জুন 2006 – 20 এপ্রিল 2009
15নবীন চাওলা21 এপ্রিল 2009 – 29 জুলাই 2010
16এস. ওয়াই. কুরেশি30 জুন 2010 – 10 জুন 2012
17ভি. এস. সম্পথ11 জুন 2012 – 15 জানুয়ারি 2015
18এইচ. এস. ব্রহ্মা16 জানুয়ারি 2015 – 18 এপ্রিল 2015
19নাসিম জাইদি19 এপ্রিল 2015 – 5 জুলাই 2017
20এ.কে. জ্যোতি6 জুলাই 2017 – 22 জানুয়ারি 2018
21ও. পি. রাওয়াত23 জানুয়ারি 2018 – 1 ডিসেম্বর 2018
22সুনীল অরোরা2 ডিসেম্বর 2018 – 12 এপ্রিল 2021
23সুশীল চন্দ্র13 এপ্রিল 2021 – 14 মে 2022
24রাজীব কুমার15 মে 2022 – 18 ফ্রেব্রুয়ারি 2025
25ভি.এস. রমাদেবী26 নভেম্বর 1990 – 11ডিসেম্বর 1990
26জ্ঞানেশ কুমার19 ফ্রেব্রুয়ারী ২০২৫ – বর্তমান

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনার (CEC) সম্পর্কিত বিষয়গুলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই আসে। নিচে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো—

এটিও পড়ুন :  ভাইরাস ঘটিত রোগের নাম তালিকা PDF || List of Viral Diseases

প্রশ্ন 1: ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?
উত্তর: সুকুমার সেন (1950-1958)

প্রশ্ন 2: ভারতের বর্তমান (2025) মুখ্য নির্বাচন কমিশনার কে?
উত্তর: আপডেট প্রয়োজন

প্রশ্ন 3: মুখ্য নির্বাচন কমিশনার কতদিনের জন্য নিযুক্ত হন?
উত্তর: ৬ বছর বা ৬৫ বছর বয়স পর্যন্ত (যেটি আগে আসে)

প্রশ্ন 4: মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি

প্রশ্ন 5: নির্বাচন কমিশনের মোট কতজন সদস্য থাকে?
উত্তর: ৩ জন (১ জন মুখ্য নির্বাচন কমিশনার + ২ জন নির্বাচন কমিশনার)

প্রশ্ন 6: ভারতের নির্বাচন কমিশন কোন সাংবিধানিক অনুচ্ছেদ অনুসারে গঠিত?
উত্তর: অনুচ্ছেদ 324

প্রশ্ন 7: ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: 1951-52 সালে

প্রশ্ন 8: “একজন ব্যক্তি, এক ভোট” নীতি কার্যকর করেন কে?
উত্তর: টি. এন. শেশান (প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার)

প্রশ্ন 9: মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ করার প্রক্রিয়া কী?
উত্তর: সুপ্রিম কোর্টের বিচারপতির মতোই সংসদের উভয় কক্ষের দ্বারা ইমপিচমেন্টের মাধ্যমে অপসারণ করা যেতে পারে।

প্রশ্ন 10: নির্বাচন কমিশনকে একটি “স্বাধীন সংস্থা” বলা হয় কেন?
উত্তর: কারণ এটি সংবিধান দ্বারা স্বীকৃত এবং সরকার থেকে স্বাধীনভাবে কাজ করে।

প্রশ্ন 11: ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: 25 জানুয়ারি 1950 (এই দিনটি জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়)

প্রশ্ন 12: ভারতের প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (EVM) কোন সালে ব্যবহার করা হয়েছিল?
উত্তর: 1982 সালে কেরালার পারভুর বিধানসভা নির্বাচনে

এটিও পড়ুন :  ভারতের জাতীয় উদ্যান তালিকা PDF | List of National Parks of India

প্রশ্ন 13: ভোটার আইডি কার্ড প্রথমবার চালু হয় কবে?
উত্তর: 1993 সালে

প্রশ্ন 14: ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে?
উত্তর: এখনও কোনো মহিলা CEC হয়নি

প্রশ্ন 15: 18 বছর বয়সে ভোটাধিকার কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে দেওয়া হয়?
উত্তর: 61তম সাংবিধানিক সংশোধন (1988)

প্রশ্ন 16: ভারতে নির্বাচন কমিশনের বহুসদস্য পদ্ধতি (Multi-Member Commission) কবে চালু হয়?
উত্তর: 16 অক্টোবর 1989 সালে

প্রশ্ন 17: “মডেল কোড অফ কন্ডাক্ট” (Model Code of Conduct) কাকে বলে?
উত্তর: এটি নির্বাচনের সময় রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য একটি আচরণবিধি, যা নির্বাচন কমিশন দ্বারা প্রণীত হয়।

প্রশ্ন 18: NOTA (None of the Above) ভোটিং অপশন ভারতে কবে চালু হয়?
উত্তর: 2013 সালে (সুপ্রিম কোর্টের রায়ে)

প্রশ্ন 19: নির্বাচনের সময় “সাইলেন্ট পিরিয়ড” কী?
উত্তর: নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকে কোনো প্রচার করা যায় না।

প্রশ্ন 20: নির্বাচন কমিশন কাকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর: নির্বাচন কমিশনের নির্দিষ্ট শর্ত পূরণ করলে দলকে জাতীয় বা রাজ্য পর্যায়ের স্বীকৃতি দেওয়া হয়।

এই প্রশ্নোত্তর গুলো সাধারণ জ্ঞান (GK) ও প্রতিযোগিতামূলক পরীক্ষার (WBCS, UPSC, SSC, Railway, Banking) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইরকম প্রতিনিয়ত পোস্ট পেতে আমাদের WhatsApp গ্রুপ এর মধ্যে যুক্ত হয়ে যাও। পোস্টটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবে।