ভারতের বিভিন্ন রাজ্যের শিল্প তালিকা PDF | List of industries of different states of India

ভারতের বিভিন্ন রাজ্যের শিল্প তালিকা PDF | List of industries of different states of India
Photo of author

Published On:

ভারতের প্রতিটি রাজ্য তাদের নিজস্ব বৈচিত্র্যময় প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক শক্তির ভিত্তিতে বিভিন্ন শিল্পের জন্য বিখ্যাত। চাকরির পরীক্ষায় ভারতের রাজ্য ও তাদের প্রধান শিল্প একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা সাধারণ জ্ঞান (General Knowledge) বিভাগে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আসুন, একনজরে দেখি ভারতের রাজ্যগুলির প্রধান শিল্পএর তালিকা।

ভারতের বিভিন্ন রাজ্যের শিল্প তালিকা

রাজ্যপ্রধান শিল্পবিবিরণ
অন্ধ্রপ্রদেশতথ্য প্রযুক্তি, কৃষি ও বস্ত্রহায়দ্রাবাদ তথ্যপ্রযুক্তির জন্য বিখ্যাত; ধান, তুলা এবং বিভিন্ন ফসল উৎপাদনে এগিয়ে।
অরুণাচল প্রদেশবনজ ও কৃষিভিত্তিক শিল্পকাঠ, বাঁশ ও বনজ সম্পদে সমৃদ্ধ; প্রাকৃতিক পণ্য ও কৃষিজাত উৎপাদন প্রধান।
আসামচা শিল্পবিশ্বের বৃহত্তম চা উৎপাদনকারী অঞ্চল; আসামের চা আন্তর্জাতিকভাবে বিখ্যাত।
বিহারখাদ্য প্রক্রিয়াকরণ ও চামড়াচামড়া শিল্পের পাশাপাশি খাদ্য প্রক্রিয়াকরণে অন্যতম শীর্ষে।
ছত্তিশগড়ইস্পাত ও খনিজ শিল্পইস্পাত উৎপাদনে শীর্ষে, ভারী শিল্প ও খনিজে সমৃদ্ধ।
গুজরাটরাসায়নিক ও পেট্রোকেমিক্যালরাসায়নিক শিল্পের কেন্দ্র, ঔষধ ও পেট্রোকেমিক্যাল উৎপাদনে বিশেষ ভূমিকা।
গোয়াপর্যটন ও খনন শিল্পসমুদ্রসৈকত ও পর্যটনের জন্য বিখ্যাত, পাশাপাশি লোহার খনিতে সমৃদ্ধ।
হরিয়ানাগাড়ি শিল্পদেশের শীর্ষ গাড়ি নির্মাণ শিল্পের কেন্দ্র।
হিমাচল প্রদেশফল ও ফার্মাসিউটিক্যালআপেল উৎপাদনে বিখ্যাত, ঔষধ শিল্পেও গুরুত্বপূর্ণ।
ঝাড়খণ্ডখনিজ ও ইস্পাত শিল্পখনিজ ও ইস্পাত উৎপাদনে ভারতের অন্যতম বড় কেন্দ্র।
কর্ণাটকতথ্য প্রযুক্তি ও সিল্কবেঙ্গালুরু তথ্যপ্রযুক্তি ও সিল্ক উৎপাদনের জন্য বিখ্যাত।
কেরালাপর্যটন ও মসলা“মসলা উদ্যান” এবং পর্যটনে বিশেষ ভূমিকা পালন করে।
মধ্যপ্রদেশকৃষি ও বনজ শিল্পসয়াবিন এবং অন্যান্য ফসল উৎপাদন, পাশাপাশি বনজ সম্পদে সমৃদ্ধ।
মহারাষ্ট্রচলচ্চিত্র ও তথ্য প্রযুক্তিমুম্বাইয়ের বলিউড ও তথ্য প্রযুক্তি শিল্পে শীর্ষস্থানীয়।
মণিপুরহস্তশিল্প ও কুটির শিল্পহাতে তৈরি পণ্য ও কুটির শিল্পের জন্য বিখ্যাত।
মেঘালয়কৃষি ও বনজ সম্পদবাঁশ, রবার এবং অন্যান্য বনজ সম্পদ।
মিজোরামহস্তশিল্প ও কৃষিভিত্তিক শিল্পহস্তশিল্প ও কৃষি প্রধানত বাঁশজাত পণ্যে সমৃদ্ধ।
নাগাল্যান্ডহস্তশিল্প ও বনজ সম্পদবনজ সম্পদে সমৃদ্ধ, হাতে তৈরি সামগ্রী বিশেষ খ্যাতি।
ওড়িশাইস্পাত ও হস্তশিল্পখনিজ সম্পদ ও ইস্পাত শিল্পের শীর্ষ কেন্দ্র, পুরনো স্থাপত্য ও হস্তশিল্পেও বিখ্যাত।
পাঞ্জাবকৃষি ও দুগ্ধ শিল্প“ভারতের শস্যভাণ্ডার” ও দুগ্ধ শিল্পে শীর্ষস্থানীয়।
রাজস্থানহস্তশিল্প ও পর্যটনঐতিহাসিক দুর্গ ও হস্তশিল্পের জন্য বিখ্যাত।
সিকিমকৃষি ও পর্যটনঅর্গানিক কৃষি উৎপাদন ও পর্যটন কেন্দ্র।
তামিলনাড়ুগাড়ি ও বস্ত্র শিল্পদেশের অন্যতম শীর্ষ গাড়ি নির্মাতা ও বস্ত্র উৎপাদক।
তেলেঙ্গানাতথ্য প্রযুক্তি ও রসায়নিকহায়দ্রাবাদে তথ্যপ্রযুক্তি ও ঔষধ শিল্পে বিশেষ পরিচিত।
ত্রিপুরাবনজ শিল্প ও কৃষিবাঁশ ও কাঠের শিল্পে প্রসিদ্ধ, কৃষিজ উৎপাদনেও সমৃদ্ধ।
উত্তরপ্রদেশচামড়া ও চিনি শিল্পদেশের অন্যতম বৃহৎ চিনি ও চামড়া উৎপাদক।
উত্তরাখণ্ডকৃষি ও পর্যটনকৃষিজ সম্পদ ও হিমালয় পর্যটন কেন্দ্র।
পশ্চিমবঙ্গচা, পাট ও তথ্য প্রযুক্তিদার্জিলিংয়ের চা, হুগলির পাট ও কলকাতার তথ্য প্রযুক্তি।

আরও পড়ুন: রাজ্য অনুসারে ভারতের লোকনৃত্য PDF

পিডিফ ডাউনলোড লিংক নিচে দেওয়া হয়েছে

About the Author

Admin