বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা তালিকা PDF | সীমান্ত রেখা | List of International Boundary Lines PDF in Bengali

বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা তালিকা PDF | সীমান্ত রেখা | List of International Boundary Lines PDF in Bengali
Photo of author

Published On:

বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সীমানা নির্ধারণকারী সীমারেখা বা বর্ডার লাইনগুলি ঐতিহাসিক, রাজনৈতিক ও ভৌগোলিক কারণে গুরুত্বপূর্ণ। আজকের পোস্টে বিভিন্ন দেশএর আন্তর্জাতিক সীমারেখার নাম এবং অবস্থান গুলি নিয়ে আলোচনা করা হয়েছে। যেগুলি তোমাদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। কারণ প্রায়শই প্রতিযোগিতা মূলক পরীক্ষা গুলির মধ্যে এই টপিক থেকে প্রশ্ন হতে দেখা গেছে। যেমন – ভারত ও মায়ানমারের সীমারেখার নাম কি?, 28 তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? আথবা, হিডেন বার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?

বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা তালিকা

সীমান্তরেখাঅবস্থান
ডুরান্ড লাইনভারত ও আফগানিস্তান
ম্যাকমোহন লাইনভারত ও চিন
র‍্যাডক্লিফ লাইনভারত ও পাকিস্তান
২৪তম প্যারালালভারত ও পাকিস্তান
চ্যানেলমিনিকয় দ্বীপ ও মালদ্বীপ
চ্যানেললাক্ষাদ্বীপ ও মিনিকয়
১০ চ্যানেলআন্দামান ও নিকোবর
ডানকান প্যাসেজবড়ো ও ছোটো আন্দামান
গ্রেট চ্যানেলআন্দামান, নিকোবর ও সুমাত্রা
লাইন অব কন্ট্রোলভারত ও পাকিস্তানের কাশ্মীরের মধ্যে
২৮ তম প্যারালালভারতীয় কাশ্মীর ও পাক অধিকৃত কাশ্মীর
সমব্রেরো চ্যানেলআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
হিন্ডেনবার্গ লাইনজার্মানি ও পোল্যান্ড
ম্যাগিনট লাইনফ্রান্স ও জার্মানি
ম্যানারহেন লাইনরাশিয়া ও ফিনল্যান্ড
সেগফ্রিড লাইনজার্মানি ও ফ্রান্স
১৬তম প্যারালালনামিবিয়া ও অ্যাঙ্গোলা
১৭ তম প্যারালালউত্তর ও দক্ষিণ ভিয়েতনাম
৩৮ তম প্যারালালউত্তর ও দক্ষিণ কোরিয়া
৪৯ তম প্যারালালআমেরিকা ও কানাডা
ওডার নাইসে লাইনজার্মানি ও পোল্যান্ড

আরও পড়ুন: ভাইরাস ঘটিত রোগের নাম তালিকা PDF

বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা প্রশ্ন উত্তর

১। র‍্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে সীমান্ত নির্ধারণ করে?
ক) ভারত ও চীন
খ) ভারত ও পাকিস্তান
গ) ভারত ও বাংলাদেশ
ঘ) ভারত ও নেপাল
উত্তর: খ) ভারত ও পাকিস্তান

এটিও পড়ুন :  ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তরের তালিকা PDF [2025 Updated] | Indian Railway Zones

২। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমারেখা?
ক) ভারত ও পাকিস্তান
খ) ভারত ও বাংলাদেশ
গ) ভারত ও চীন
ঘ) ভারত ও মিয়ানমার
উত্তর: গ) ভারত ও চীন

৩। ডুরান্ড লাইন কোন দেশের সাথে যুক্ত?
ক) চীন ও ভারত
খ) আফগানিস্তান ও পাকিস্তান
গ) ভারত ও বাংলাদেশ
ঘ) রাশিয়া ও জর্জিয়া
উত্তর: খ) আফগানিস্তান ও পাকিস্তান

৪। ৩৮তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে সীমান্ত নির্ধারণ করে?
ক) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
খ) চীন ও জাপান
গ) কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ) ভারত ও পাকিস্তান
উত্তর: ক) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া

৫। ১৭তম প্যারালাল কোন দেশের মধ্যে বিভাজক রেখা হিসেবে পরিচিত?
ক) দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
খ) উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম
গ) থাইল্যান্ড ও মালয়েশিয়া
ঘ) ভারত ও মায়ানমার
উত্তর: খ) উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম

৬। সিগফ্রিড লাইন কোন দেশের সীমান্ত সম্পর্কিত?
ক) জার্মানি ও ফ্রান্স
খ) জার্মানি ও পোল্যান্ড
গ) রাশিয়া ও ফ্রান্স
ঘ) যুক্তরাজ্য ও ফ্রান্স
উত্তর: ক) জার্মানি ও ফ্রান্স

৭। ৪৯তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
ক) মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
খ) মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা
গ) যুক্তরাজ্য ও ফ্রান্স
ঘ) জার্মানি ও রাশিয়া
উত্তর: খ) মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা

৮। ওডার-নাইসে লাইন কোন দেশের সাথে যুক্ত?
ক) জার্মানি ও ফ্রান্স
খ) জার্মানি ও পোল্যান্ড
গ) রাশিয়া ও ইউক্রেন
ঘ) ভারত ও পাকিস্তান
উত্তর: খ) জার্মানি ও পোল্যান্ড

৯। মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
ক) মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া
খ) থাইল্যান্ড ও ভিয়েতনাম
গ) সিঙ্গাপুর ও মালয়েশিয়া
ঘ) ভারত ও শ্রীলঙ্কা
উত্তর: ক) মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া

এটিও পড়ুন :  ঘূর্ণিঝড়ের নামের তালিকা PDF [2024 - 2025] | Cyclone name list in Bengali PDF

১০। ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
ক) ফ্রান্স ও স্পেন
খ) ইংল্যান্ড ও ফ্রান্স
গ) জার্মানি ও ফ্রান্স
ঘ) নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য
উত্তর: খ) ইংল্যান্ড ও ফ্রান্স

১১। র‍্যাডক্লিফ লাইন কবে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৪৭
খ) ১৯৪৫
গ) ১৯৫০
ঘ) ১৯৪৯
উত্তর: ক) ১৯৪৭

১২। ডুরান্ড লাইন প্রথম কবে নির্ধারিত হয়?
ক) ১৮৯৩
খ) ১৮৮৫
গ) ১৯০৫
ঘ) ১৯১০
উত্তর: ক) ১৮৯৩

১৩। ম্যাকমোহন লাইন কোন চুক্তির অংশ?
ক) সিমলা চুক্তি (১৯১৪)
খ) গাঁধী-ইরউইন চুক্তি
গ) লাহোর চুক্তি
ঘ) তাশখন্দ চুক্তি
উত্তর: ক) সিমলা চুক্তি (১৯১৪)

১৪। ১৭তম প্যারালাল বিভাজক রেখাটি কোন যুদ্ধের সময় বিখ্যাত হয়?
ক) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
খ) ভিয়েতনাম যুদ্ধ
গ) কোরিয়ান যুদ্ধ
ঘ) ভারত-পাকিস্তান যুদ্ধ
উত্তর: খ) ভিয়েতনাম যুদ্ধ

১৫। মালাক্কা প্রণালী কোন দুই মহাসাগরকে সংযুক্ত করে?
ক) ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
খ) আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগর
গ) আটলান্টিক মহাসাগর ও আর্কটিক মহাসাগর
ঘ) ভারত মহাসাগর ও আর্কটিক মহাসাগর
উত্তর: ক) ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর

১৬। সিগফ্রিড লাইন কোন দেশের প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হত?
ক) ফ্রান্স
খ) জার্মানি
গ) যুক্তরাজ্য
ঘ) রাশিয়া
উত্তর: খ) জার্মানি

১৭। জিব্রাল্টার প্রণালী কোন দুই স্থলভাগকে বিভক্ত করে?
ক) ইউরোপ ও এশিয়া
খ) ইউরোপ ও আফ্রিকা
গ) ইউরোপ ও অস্ট্রেলিয়া
ঘ) উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা
উত্তর: খ) ইউরোপ ও আফ্রিকা

১৮। ম্যাজিনো লাইন কোন যুদ্ধের সময় গঠিত হয়েছিল?
ক) প্রথম বিশ্বযুদ্ধ
খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
গ) কোরিয়ান যুদ্ধ
ঘ) শীতল যুদ্ধ
উত্তর: খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ

এটিও পড়ুন :  ভারতের বিভিন্ন যমজ শহরের তালিকা [2025 Updated] | Twin Cities in India

১৯। ৪৯তম প্যারালাল প্রথম কোন চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল?
ক) ওরেগন চুক্তি
খ) সিমলা চুক্তি
গ) গাঁধী-ইরউইন চুক্তি
ঘ) লাহোর চুক্তি
উত্তর: ক) ওরেগন চুক্তি

২০। পক প্রণালী কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত?
ক) ভারত ও পাকিস্তান
খ) ভারত ও শ্রীলঙ্কা
গ) ভারত ও বাংলাদেশ
ঘ) ভারত ও মালয়েশিয়া
উত্তর: খ) ভারত ও শ্রীলঙ্কা


PDF Details:
PDF Name: বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা তালিকা
Language: বাংলা
Size: 0.7 mb
Download Link: Click Here To Download

About the Author

Admin