NHPC Recruitment 2025: কেন্দ্রীয় সংস্থায় 248 টি শূন্যপদে কর্মী নিয়োগ! আবেদনের ও নিয়োগ প্রক্রিয়া জেনে নিন

কেন্দ্রীয় সরকারের অধীন ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (NHPC) লিমিটেড নিয়ে এসেছে বিরাট চাকরির সুযোগ। সংস্থা সম্প্রতি এক নিয়োগ বিজ্ঞপ্তি ... Read more
Photo of author
Aminur Haque

Published On:

কেন্দ্রীয় সরকারের অধীন ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (NHPC) লিমিটেড নিয়ে এসেছে বিরাট চাকরির সুযোগ। সংস্থা সম্প্রতি এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে মোট ২৪৮টি শূন্য পদে আবেদন করার সুযোগ থাকবে। সেপ্টেম্বরের শুরু থেকে আবেদন প্রক্রিয়া চালু হবে।

পদ ও পদসংখ্যা

এই নিয়োগে বিভিন্ন বিভাগে শূন্য পদ ঘোষণা করা হয়েছে—

  • অ্যাসিস্ট্যান্ট রাজভাষা অফিসার
  • জুনিয়র ইঞ্জিনিয়ার
  • সিনিয়র একাউন্টেন্ট
  • হিন্দি ট্রান্সলেটর
  • সুপারভাইজার

মোট শূন্য পদ: ২৪৮

যোগ্যতা ও শর্তাবলি

প্রার্থীদের ন্যূনতম স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। পদের ভিত্তিতে আলাদা যোগ্যতা নির্ধারিত হয়েছে। বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। প্রার্থীদের অবশ্যই বৈধ নথি ও সার্টিফিকেট থাকতে হবে।

বেতন কাঠামো

NHPC নির্ধারিত বেতন স্কেলে প্রার্থীরা মাসিক ₹২৭,০০০ থেকে ₹১,৪০,০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। পদের ভিত্তিতে বেতন আলাদা হবে।

আবেদন প্রক্রিয়া ও শেষ তারিখ

আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে করতে হবে। প্রার্থীদের NHPC-র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। আবেদন ফি ₹৭০৮। আবেদন শুরু হবে ২ সেপ্টেম্বর ২০২৫ থেকে এবং চলবে ১ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

পরীক্ষা/ইন্টারভিউ

প্রথম ধাপে অনলাইনে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট যাচাই ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

এই নিয়োগ প্রক্রিয়া দক্ষ ও যোগ্য প্রার্থীদের জন্য বড় সুযোগ তৈরি করছে। NHPC-তে যোগ দিলে দেশের ভেতর ও বাইরে কাজের সুযোগ মিলবে, নিত্যপ্রতিদিন এরকম চাকরির খবর পেতে আমাদের সাইট নিয়মিত ফলো করুন।

এটিও পড়ুন :  ভারতীয় সেনাবাহিনীতে কর্মী নিয়োগ! 20 বছর বয়সে করতে পারবেন আবেদন - দেখুন যোগ্যতা