ভারতের সরকারি ভাষাসমূহ | ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা PDF

চাকরি হোক বা প্রতিযোগিতা মূলক পরীক্ষা, ভারতের সরকারি ভাষাসমূহ বা ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা সংক্রান্ত প্রশ্ন প্রায়ই লক্ষ্য করা যায়।
Photo of author
Admin

Published On:

আমাদের দেশ ভারত একটি বহু ভাষার দেশ, যেখানে প্রতিটি রাজ্যের নিজস্ব ভাষাগত পরিচিতি রয়েছে। সরকারি চাকরি বা প্রতিযোগিতা মূলক পরীক্ষায় প্রায়ই ভারতীয় রাজ্য ও তাদের সরকারি ভাষা (ভারতের সরকারি ভাষাসমূহ) সম্পর্কিত প্রশ্ন থাকে, বিশেষ করে সাধারণ জ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে।

তাই ধারণা এর এই পোস্টে তোমাদের সাথে ভারতের সরকারি ভাষাসমূহ এবং বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা সম্পর্কিত একটি তালিকা শেয়ার করা হচ্ছে। যেখানে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ভাষা গুলি সম্পর্কে জানতে পারবে।

ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা তালিকা

রাজ্যপ্রধান / সরকারি ভাষা
অন্ধ্রপ্রদেশতেলেগু
অরুণাচল প্রদেশইংরেজি
আসামঅসমীয়া, বাংলা (বরাক উপত্যকায়)
বিহারহিন্দি, মৈথিলি, উর্দু
ছত্তিসগড়হিন্দি
গোয়াকন্নড়, কঙ্কণী, মারাঠি, ইংরেজি
গুজরাটগুজরাটি
হরিয়ানাহিন্দি
হিমাচল প্রদেশহিন্দি, ইংরেজি
ঝাড়খন্ডহিন্দি
কর্ণাটককন্নড়
কেরালামালয়ালম
মধ্যপ্রদেশহিন্দি
মহারাষ্ট্রমারাঠি
মণিপুরমৈতেই (মনিপুরী), ইংরেজি
মেঘালয়ইংরেজি, খাসি, গারো
মিজোরামমিজো, ইংরেজি
নাগাল্যান্ডইংরেজি
ওড়িশাওড়িয়া
পাঞ্জাবপাঞ্জাবি
রাজস্থানহিন্দি
সিকিমইংরেজি, নেপালি, সিকিমিজ
তামিলনাড়ুতামিল
তেলেঙ্গানাতেলুগু, উর্দু
ত্রিপুরাবাংলা, ককবরক
উত্তর প্রদেশহিন্দি
উত্তরাখন্ডহিন্দি
পশ্চিমবঙ্গবাংলা, ইংরেজি

আরও পড়ুন: মানব দেহ সম্পর্কে প্রশ্ন উত্তর PDF

কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের প্রধান ভাষা

কেন্দ্রশাসিত অঞ্চলপ্রধান / সরকারি ভাষা
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জবাংলা, হিন্দি, ইংরেজি
চণ্ডীগড়ইংরেজি
দাদরা ও নগর হাভেলি এবং দামন ও দিউগুজরাটি, হিন্দি
লক্ষদ্বীপমালয়ালম
দিল্লিহিন্দি, পাঞ্জাবি, ইংরেজি
জম্মু ও কাশ্মীরউর্দু, কাশ্মীরি, হিন্দি, ইংরেজি
লাদাখ হিন্দি, উর্দু, ইংরেজি
পুদুচেরিতামিল, তেলেগু, মালয়ালম

ভারতের সরকারি ভাষাসমূহ জিকে প্রশ্ন উত্তর

১. ভারতের সংবিধানের কোন তফসিলে ভারতীয় ভাষাসমূহের তালিকা দেওয়া আছে?
(A) প্রথম
(B) ষষ্ঠ
(C) অষ্টম ✔️
(D) দশম

এটিও পড়ুন :  ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা PDF || Famous Festivals of Indian

২. ভারতের কোন রাজ্যের সরকারি ভাষা “বাংলা”?
(A) ত্রিপুরা
(B) পশ্চিমবঙ্গ ✔️
(C) আসাম
(D) উড়িষ্যা

৩. গুজরাট রাজ্যের সরকারি ভাষা কী?
(A) মারাঠি
(B) গুজরাটি ✔️
(C) হিন্দি
(D) উর্দু

৪. কেন্দ্রীয় সরকারি দপ্তরে কোন ভাষা প্রধান ভাষা হিসাবে ব্যবহৃত হয়?
(A) ইংরেজি
(B) হিন্দি ✔️
(C) সংস্কৃত
(D) উর্দু

৫. অন্ধ্রপ্রদেশের প্রধান সরকারি ভাষা কোনটি?
(A) তামিল
(B) তেলুগু ✔️
(C) কন্নড়
(D) মালয়ালম

৬. পাঞ্জাব রাজ্যের সরকারি ভাষা কী?
(A) হিন্দি
(B) উর্দু
(C) পাঞ্জাবি ✔️
(D) ইংরেজি

৭. ভারতীয় সংবিধানের কোন ধারায় হিন্দিকে অফিসিয়াল ভাষা হিসাবে ঘোষণা করা হয়েছে?
(A) ধারা ৩০০
(B) ধারা ৩৪৩ ✔️
(C) ধারা ৩৫০
(D) ধারা ৩৫২

৮. ভারতের কোন রাজ্যের সরকারি ভাষা ইংরেজি এবং মৈতেই?
(A) মণিপুর ✔️
(B) ত্রিপুরা
(C) নাগাল্যান্ড
(D) সিকিম

৯. ওড়িশা রাজ্যের সরকারি ভাষা কোনটি?
(A) বাংলা
(B) উড়িয়া ✔️
(C) তেলুগু
(D) হিন্দি

আরও পড়ুন: বিখ্যাত আবিষ্কার ও আবিষ্কারক তালিকা PDF

১০. উত্তর প্রদেশের সরকারি ভাষা কোনটি?
(A) হিন্দি এবং উর্দু ✔️
(B) বাংলা
(C) পাঞ্জাবি
(D) গুজরাটি

১১. বিহারের সরকারি ভাষার মধ্যে কোনটি অন্তর্ভুক্ত?
(A) অসমিয়া
(B) মৈথিলি ✔️
(C) তামিল
(D) মারাঠি

১২. সিকিম রাজ্যের অন্যতম সরকারি ভাষা কোনটি?
(A) বাংলা
(B) হিন্দি
(C) নেপালি ✔️
(D) উর্দু

১৩. কেরালার সরকারি ভাষা কোনটি?
(A) তামিল
(B) তেলুগু
(C) কন্নড়
(D) মালয়ালম ✔️

১৪. ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপের সরকারি ভাষা কোনটি?
(A) উর্দু
(B) মালয়ালম ✔️
(C) হিন্দি
(D) তামিল

এটিও পড়ুন :  ভারতের বিখ্যাত স্থাপত্য ও মন্দির তালিকা | List of Famous Architecture and Temples in India

১৫. হরিয়ানার প্রধান ভাষা কোনটি?
(A) পাঞ্জাবি
(B) উর্দু
(C) হিন্দি ✔️
(D) ইংরেজি

১৬. কোন রাজ্যের সরকারি ভাষা কন্নড়?
(A) তামিলনাড়ু
(B) কেরালা
(C) অন্ধ্রপ্রদেশ
(D) কর্ণাটক ✔️

১৭. রাজস্থানের সরকারি ভাষা কোনটি?
(A) বাংলা
(B) উর্দু
(C) হিন্দি ✔️
(D) সংস্কৃত

১৮. কোন রাজ্যের সরকারি ভাষা মারাঠি?
(A) গুজরাট
(B) মহারাষ্ট্র ✔️
(C) গোয়া
(D) তামিলনাড়ু

১৯. পশ্চিমবঙ্গের সরকারি ভাষার মধ্যে কোনটি অন্যতম?
(A) উর্দু
(B) অসমিয়া
(C) বাংলা ✔️
(D) কন্নড়

২০. ভারতের সরকারি ভাষা সম্পর্কিত কমিটি প্রথম কোন বছরে গঠিত হয়?
(A) ১৯৫৫ ✔️
(B) ১৯৬৩
(C) ১৯৬৭
(D) ১৯৫০

২১. ভারতের কোন রাজ্যে ইংরেজি সরকারি ভাষা হিসাবে ব্যবহৃত হয়?
(A) জম্মু ও কাশ্মীর
(B) দিল্লি
(C) নাগাল্যান্ড
(D) উভয়ই ✔️

২২. কোন রাজ্যে “ককবরক” ভাষা সরকারিভাবে ব্যবহৃত হয়?
(A) মিজোরাম
(B) মেঘালয়
(C) ত্রিপুরা ✔️
(D) আসাম

২৩. সংবিধানের কতটি ভাষাকে ভারতের ২২টি সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে?
(A) ২১
(B) ২২ ✔️
(C) ২৩
(D) ২৪

২৪. মিজোরামের সরকারি ভাষা কোনটি?
(A) মিজো ✔️
(B) তামিল
(C) উর্দু
(D) বাংলা

২৫. অরুণাচল প্রদেশের সরকারি ভাষা কোনটি?
(A) মণিপুরী
(B) অসমিয়া
(C) নেপালি
(D) ইংরেজি ✔️

PDF Details:
PDF Name: ভারতের বিভিন্ন রাজ্যের ভাষাসমূহ
Language: বাংলা
Size: 0.7 mb
Download Link: Click Here To Download

সবশেষে, আজকের পোস্টটি ভালো লাগলে অবশ্যই অন্যদের পড়ার সুযোগ করে দেবে এবং প্রয়োজনে পিডিএফ সংগ্রহ করে রাখবে।