RRB NTPC Recruitment 2025: ৮,৮৫০টি শূন্যপদে কর্মী নিয়োগ ! নিয়োগ ও আবেদন পদ্ধতি দেখে নিন

RRB NTPC Recruitment 2025 -এর মাধ্যমে মোট ৮,৮৫০টি পদে নিয়োগ হবে, যা গ্র্যাজুয়েট ও আন্ডারগ্র্যাজুয়েট— দুই স্তরের প্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদন শুরু হবে শীঘ্রই, জানুন বিস্তারিত
Photo of author
Aminur Haque

Published On:

RRB NTPC Recruitment 2025 : রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)-এর অধীনে নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (NTPC) পদে নিয়োগের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। গ্র্যাজুয়েট ও আন্ডারগ্র্যাজুয়েট (উচমধ্যমিক পাস) উভয় স্তরের প্রার্থীরাই এই পদের জন্য আবেদন কোর্টে পারবেন। দেশের বেকার যুবক-যুবতীদের জন্য এটি একটি বিশাল সুযোগ।

এখানে মোট 8850 টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে গ্র্যাজুয়েটদের জন্য 21 শে অক্টোবর থেকে এবং আন্ডারগ্র্যাজুয়েট (উচ্চমাধ্যমিক পাস) এর জন্য 28 শে অক্টোবর থেকে । নিচে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

বিষয়বিস্তারিত তথ্য
মোট শূন্যপদ (Tentative)8,850 টি
NTPC গ্র্যাজুয়েট লেভেল শূন্যপদ5000 টি
NTPC আন্ডারগ্র্যাজুয়েট লেভেল শূন্যপদ3,050 টি
বেতন স্কেল (Pay Scale)₹ 19,900 – ₹ 35,400 টাকা
শিক্ষাগত যোগ্যতা (Qualification)
⤷ গ্র্যাজুয়েট লেভেলযেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি
⤷ আন্ডারগ্র্যাজুয়েট লেভেলউচ্চ মাধ্যমিক পাস
আবেদন প্রক্রিয়া (Application Process)Online

RRB NTPC Recruitment 2025 – যোগ্যতা

এবছর প্রায় 8850 টি শূন্যপদে RRB কর্মী নিয়োগ করবে। প্রার্থীদের এই শূন্যপদ গুলির জন্য আবেদন করতে হলে বেশ কিছু যোগ্যতার মানদন্ড পূর্ণ করতে হবে। যেগুলি এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হল –

শিক্ষাগত যোগ্যতা

RRB NTPC নিয়োগে দুটি স্তরে আবেদন করা যাবে — গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডারগ্র্যাজুয়েট লেভেল। গ্র্যাজুয়েট লেভেলের পদগুলির জন্য প্রার্থীর অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে, আন্ডারগ্র্যাজুয়েট লেভেলের পদগুলির জন্য আবেদন করতে হলে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।

এটিও পড়ুন :  GDS Recruitement 2025: পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ! ২১,৪১৩টি শূন্যপদে ডাক সেবক হিসাবে নিয়োগ

বয়স সীমা (Age Limit):

আবেদনের জন্য প্রার্থীদের নির্দিষ্ট বয়সসীমার মধ্যে থাকতে হবে। NTPC গ্র্যাজুয়েট লেভেল পদগুলির জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারবে 36 বছর পর্যন্ত। অন্যদিকে, NTPC আন্ডারগ্র্যাজুয়েট (উচ্চমাধ্যমিক পাস) লেভেল পদগুলির জন্য ন্যূনতম বয়স একইভাবে 18 বছর, তবে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারিত হয়েছে 33 বছর

সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা — যেমন SC, ST, OBC এবং Ex-Servicemen — সর্বোচ্চ বয়সসীমায় সরকারি বিধি অনুযায়ী নির্দিষ্ট ছাড় পাবেন।

আবেদন ফি (Application Fee)

আবেদন করার সময় প্রার্থীদের একটি নির্দিষ্ট আবেদন ফি জমা দিতে হবে। জেনারেল, OBC এবং EWS শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি নির্ধারিত হয়েছে ₹500 টাকা। অন্যদিকে, SC, ST, PwBD, মহিলা প্রার্থী এবং প্রাক্তন সেনাকর্মী (Ex-Servicemen) শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি রাখা হয়েছে ₹250 টাকা। আবেদন ফি অনলাইনের মাধ্যমে নির্ধারিত পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে জমা দিতে হবে।

নিয়োগ পদ্ধতি (Selection Process) – RRB NTPC

RRB NTPC নিয়োগ প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন হবে। পুরো নিয়োগ প্রক্রিয়াটি একাধিক ধাপে অনুষ্ঠিত হয়, এবং প্রতিটি ধাপ সফলভাবে উত্তীর্ণ হতে পারলেই প্রার্থী চূড়ান্ত মেধা তালিকায় স্থান পাবে। নিচে ধাপে ধাপে পুরো নিয়োগ প্রক্রিয়াটি তুলে ধরা হলো—

  1. কম্পিউটার ভিত্তিক পরীক্ষা – প্রথম পর্যায় (CBT-1)
  2. কম্পিউটার ভিত্তিক পরীক্ষা – দ্বিতীয় পর্যায় (CBT-2)
  3. দক্ষতা পরীক্ষা (Skill Test/Typing Test) বা অ্যাপটিটিউড টেস্ট (পদের ধরন অনুযায়ী প্রযোজ্য)
  4. নথিপত্র যাচাই (Document Verification)
  5. চিকিৎসা পরীক্ষা (Medical Examination)

চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে এই সকল ধাপ পার করার পরই।

এটিও পড়ুন :  ভারতীয় সেনাবাহিনীতে কর্মী নিয়োগ! 20 বছর বয়সে করতে পারবেন আবেদন - দেখুন যোগ্যতা

আবেদন পদ্ধতি – RRB NTPC Recruitment 2025

এই চাকরির জন্য আবেদন করা খুবই সহজ। প্রার্থীদের সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া অনলাইনে করতে হবে। প্রথমে RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে (লিঙ্ক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া থাকবে)। সেখানে গিয়ে প্রথমে নিজের নাম রেজিস্টার করতে হবে — এতে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি হবে।

এরপর সেই আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন ফর্মটি খুলতে হবে। ফর্মে নিজের নাম, ঠিকানা, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সঠিকভাবে লিখতে হবে। তারপর নিজের ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।

এরপর প্রার্থীর ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি অনলাইনে জমা দিতে হবে (যেমন ডেবিট/ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে)। সব তথ্য ভালোভাবে যাচাই করে আবেদনটি সাবমিট করুন।

শেষে আবেদন ফর্মের একটি প্রিন্ট কপি বের করে নিজের কাছে রেখে দিন, যাতে ভবিষ্যতে প্রয়োজনে ব্যবহার করা যায়।

Important Dates – RRB NTPC Recruitement 2025

বিষয় আন্ডারগ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট
আবেদন শুরু২৮ শে অক্টোবর২১ শে অক্টোবর
আবেদন শেষ২৭ শে নভেম্বর২০শে নভেম্বর
আবেদন পদ্ধতিঅনলাইনঅনলাইন