RRC NCR Recruitment 2025: ভারতীয় রেলে ১৭৬৩টি অ্যাপ্রেন্টিস পদে আবেদন শুরু! বিস্তারিত পড়ুন

রেলওয়ে ২০২৫ সালের জন্য ১৭৬৩টি অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনের সময়সীমা ১৭ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
Photo of author
Aminur Haque

Published On:

রেলওয়েতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন যাদের আছে, তাদের জন্য সুখবর। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, নর্থ সেন্ট্রাল রেলওয়ে (RRC NCR) ২০২৫ সালের জন্য অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ১৭৬৩টি শূন্যপদে আইটিআই উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৮ সেপ্টেম্বর এবং চলবে ১৭ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

পদ ও পদসংখ্যা

  • পদের নাম: অ্যাক্ট অ্যাপ্রেন্টিস
  • মোট শূন্যপদ: ১৭৬৩টি
  • কাজের স্থান: প্রয়াগরাজ, আগ্রা, ঝাঁসি ডিভিশন ও ঝাঁসি ওয়ার্কশপ
  • প্রধান ট্রেড: ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, পেইন্টার, কার্পেন্টার, মেকানিক (DSL), COPA, স্টেনোগ্রাফার ইত্যাদি

যোগ্যতা ও শর্তাবলি

প্রার্থীর বয়স ১৬ সেপ্টেম্বর ২০২৫ অনুযায়ী ১৫–২৪ বছরের মধ্যে হতে হবে। SC/ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর এবং PwD প্রার্থীরা ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম ৫০% নম্বরসহ ১০ম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে NCVT/SCVT অনুমোদিত ITI সার্টিফিকেট থাকা আবশ্যক।

বেতন কাঠামো

অ্যাপ্রেন্টিসশিপ চলাকালীন প্রার্থীরা অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী নির্ধারিত মাসিক স্টাইপেন্ড পাবেন। এটি প্রশিক্ষণকালীন হাতে-কলমে অভিজ্ঞতার পাশাপাশি আর্থিক সহায়তাও দেবে।

আবেদন প্রক্রিয়া ও শেষ তারিখ

প্রার্থীদের RRC প্রয়াগরাজের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। ফর্ম পূরণ, প্রয়োজনীয় নথি আপলোড ও ফি জমা দেওয়ার পর আবেদনপত্র জমা দিতে হবে। সাধারণ/OBC/EWS প্রার্থীদের আবেদন ফি ১০০ টাকা; তবে SC/ST/PwBD এবং মহিলা প্রার্থীদের কোনো ফি নেই। শেষ তারিখ ১৭ অক্টোবর ২০২৫।

পরীক্ষা/ইন্টারভিউ

এই নিয়োগে কোনো লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকার নেই। প্রার্থীদের নির্বাচন হবে ১০ম শ্রেণি ও ITI-এর নম্বরের গড় শতাংশের ভিত্তিতে তৈরি মেধাতালিকার মাধ্যমে। নির্বাচিত প্রার্থীদের পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।

এটিও পড়ুন :  RRB Group D Recruitment 2025: আবেদনের শেষ তারিখ ২২ ফ্রেব্রুয়ারী, বিস্তারিত তথ্য জেনে নিন

ভারতীয় রেলওয়ের এই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম তরুণদের জন্য দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের দুর্দান্ত সুযোগ। সময়মতো আবেদন করলে ভবিষ্যতের ক্যারিয়ারে এটি একটি শক্ত ভিত তৈরি করবে।