ভূগোল নিয়ে পড়াশোনা: চাকরির ও পেশাগত সুযোগ, জেনে নিন

ভূগোল অনার্স কেরিয়ার অপশন |
Photo of author
Admin

Published On:

ভূগোল একটি চমৎকার বিষয়, স্কুল শিক্ষার পর অনেকেই উচ্চ শিক্ষার জন্য কলেজে ভর্তি হয় এই বিষয় নিয়ে, তবে কলেজ কমপ্লিট হতে হতে অনেকের মনে প্রশ্ন জাগে এবার কি? কি কি চাকরি আছে? চলো আজকের পোস্টে তোমাদের সাথে এটাই শেয়ার করা হল।

কলেজ কমপ্লিট করার পর অনেকে বিভিন্ন লাইন বা দিকে নিজের কেরিয়ার গড়তে দৌড়ায়, তবে ভূগোল নিয়ে গ্রাজুয়েশন করার পর আপনি যেমন ধারাবাহিক শিক্ষকতার পেশা বেছে নিতে পারেন, আবার GIS, রিমোট সেন্সিং এর মতো পেশা গুলি বেছে নিতে পারেন। যত দিন যাচ্ছে ভূগোল পড়ুয়াদের নতুন নতুন পেশাতে যুক্ত হওয়ার অপশন বাড়ছে এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ভূগোল নিয়ে পড়াশোনা করা ছাত্র-ছাত্রীদের চাহিদাও বাড়ছে। চলুন দেখে নেওয়া যাক ভবিষ্যত কেরিয়ার অপশন গুলিকে।

ভূগোল পড়ে কি কি পেশার সুযোগ রয়েছে?

ভূগোল পড়াশোনা শেষে বিভিন্ন ধরণের পেশায় যোগদান করা যায়। ভূগোল নিয়ে পড়াশোনা শেষে আপনি একজন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের স্কুল শিক্ষক হতে পারবেন, নেট (NET) বা সেট (SET) পরীক্ষার মতো পরীক্ষাগুলিতে পাশ করে কলেজের অধ্যাপনার সাথেও যুক্ত হতে পারেন, এছাড়াও নেট-জেআরএফ (NET-JRF) এবং অন্যান্য ফেলোশিপের মাধ্যমে উচ্চতর গবেষণা ক্ষেত্রেও যুক্ত হতে পারেন।

যত দিন যাচ্ছে প্রযুক্তিগত উন্নতি ঘটছে, তার প্রভাবে অনেক বিষয় ডিজিটাল হয়ে যাচ্ছে, যার জন্য দরকার পড়ছে স্থানিক ডেটা বিশ্লেষণ এবং ডিজিটাল মানচিত্র তৈরির কাজ, আপনি যদি কলেজ শেষ করার পর জিআইএস বিশেষজ্ঞ হিসেবে আরও কোর্স কমপ্লিট করেন তবে, আপনি এই ফিল্ডে নিজের কেরিয়ার গঠন করতে পারেন। এছাড়াও রিমোট সেন্সিং বিশেষজ্ঞ, মানচিত্র নির্মাতা হিসাবেও নিজের কেরিয়ার গঠন করতে পারেন।

এটিও পড়ুন :  Librarian Jobs 2025: কীভাবে পেতে পারেন লাইব্রেরিয়ানের কাজ? কীভাবে নেবেন প্রস্তুতি? জেনে নিন

দিন দিন অপরিকল্পিত নগর উন্নয়ন এর ফলে পরিবেশ এবং মানব জাতি বিভিন্ন সমস্যার সন্মুখীন হচ্ছে, তাই অনেকাংশে পরিবেশ ও নগর পরিকল্পনা এর প্রয়োজন পড়ছে। আপনি নগর পরিকল্পক, পরিবেশ বিজ্ঞানীজলবায়ু বিশেষজ্ঞ পেশা গুলি বেছে নিতে পারেন।

এছাড়াও আপনি প্রশাসনিক পেশা হিসাবে আইএএস (IAS) এবং ডব্লিউবিসিএস (WBCS), আইএফএস (IFS) বিভিন্ন সরকারি চাকরি এর প্রস্তুতি গ্রহণ করতে পারেন এবং আপনার প্রয়োজনমতো যেকোন একটি পেশা বেছে নিতে পারেন।

ভূগোল নিয়ে পড়াশোনার পর প্রযুক্তিগত পেশার পাশপাশি বেশ কিছু ধারাবাহিক ও প্রশাসনিক পেশাও রয়েছে, যেগুলি বেছে নিয়ে তোমরা ভবিষ্যত এর জন্য এগিয়ে যেতে পারবে। আজকের প্রতিবেদনে বেশ কিছু পেশা সম্পর্কে জানানো হল, এরকম পোস্ট পেতে আমাদের সাথে থাকুন এবং প্রতিবেদনটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন।