SVMCM Scholarship 2024-25: শুরু হল আবেদন ও রিনুয়াল প্রক্রিয়া! জেনে নাও বিস্তারিত

SVMCM Scholarship 2024-25: শুরু হল আবেদন ও রিনুয়াল প্রক্রিয়া! জেনে নাও বিস্তারিত
Photo of author

Published On:

SVMCM Scholarship 2024-25: রাজ্যের সমস্থ শিক্ষার্থীদের জন্য খুশির খবর। রাজ্য জুড়ে সমস্থ কোর্স এর জন্য ২০/১১/২০২৪ থেকে শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আবেদন ও রিনুয়াল প্রক্রিয়া। এখন থেকে একে একে আবেদন করতে পারবে স্কুল থেকে কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীরা। কি কি ডকুমেন্ট লাগবে, কীভাবে আবেদন করবেন বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

প্রথম দিকেই বলে দেই যাদের ৬০% নম্বর রয়েছে তারাই এই স্কলারশিপ এর জন্য যোগ্য এবং যারা আগের বছর টাকা পেয়েছো তারা এবছর রিনিউ করবে।

স্কলারশিপে কারা আবেদন করতে পারবে

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক স্তরের প্রথম বর্ষে পড়ুয়া অথবা পেশাগত কোর্সে ভর্তি ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন। তবে বেশ কিছু যোগ্যতার প্রয়োজন হবে, যেমন –

  • মাধ্যমিকে ন্যূনতম ৬০% নম্বর থাকতে হবে (৪২০ বা তার বেশি)।
  • উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ৬০% নম্বর (৩০০ বা তার বেশি)।
  • কলেজে পড়ুয়াদের জন্য ৫৫% নম্বর থাকতে হবে বা তার বেশি নম্বর থাকতে হবে।
  • পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকা বা তার কম হতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

  • মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষার মার্কশিট (দুই পাশ)
  • সর্বশেষ পরীক্ষার মার্কশিট।
  • নতুন ক্লাসে ভর্তি হওয়ার অ্যাডমিশন রিসিপ্ট
  • পরিবারের ইনকাম সার্টিফিকেট (BDO/SDO দ্বারা অনুমোদিত)।
  • ডোমিসাইল সার্টিফিকেট (আধার/রেশন কার্ড)।
  • ব্যাংকের প্রথম পৃষ্ঠার স্ক্যান কপি

রিনিউ করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

  • বর্তমান কোর্সের সর্বশেষ পরীক্ষার মার্কশিট (দুই পাশ)
  • নতুন ক্লাসে ভর্তি হওয়ার অ্যাডমিশন রিসিপ্ট

কীভাবে আবেদন করবেন?

SVMCM-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করুন এবং সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করুন। এছাড়া সমস্ত ডকুমেন্ট PDF ফরম্যাটে আপলোড করুন (৪০০ KB-এর কম)। সবশেষে আবেদন সাবমিট করার আগে রিভিউ মোড থেকে সমস্ত তথ্য যাচাই করুন এবং আবেদন সাবমিট করে দিন।

এটিও পড়ুন :  SVMCM Scholarship Amount Disbursed: নতুন আপডেট! কবে টাকা দেওয়া হবে? জেনে নিন

স্কলারশিপের পরিমাণ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে ১,০০০ টাকা (বার্ষিক ১২,০০০ টাকা) করে স্কলারশিপ প্রদান করা হয়। কলেজে ভর্তির পর যেসব পড়ুয়া সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তাদের ১৮,০০০ টাকা বার্ষিক এবং যারা আর্টস/কমার্স নিয়ে পড়বে তাদের ১২,০০০ টাকা বার্ষিক স্কলারশিপ প্রদান করবে।

গুরুত্বপূর্ণ আপডেটগুরুত্বপূর্ণ লিংক
স্কলারশিপ এর নতুন ওয়েবসাইটsvmcm.wb.gov.in
স্কলারশিপ আবেদন শুরুর তারিখ২০/১১/২০২৪

স্কলারশিপ সংক্রান্ত কোনো সমস্যা হলে SBMCM হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। আথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

About the Author

Admin